প্রকাশিত: Tue, Dec 12, 2023 12:05 PM
আপডেট: Sat, Jun 28, 2025 5:25 PM

[১]ভোটার উপস্থিতি বাড়াতে কাজ করবে জাতীয় পার্টি: মুজিবুল হক চুন্নুও

মনিরুল ইসলাম: [২]  জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা সরকারি দলের সাথে অর্থবহ নির্বাচন, নির্বাচনী পরিবেশ এবং ভোটকেন্দ্রে যাতে ভোটাররা আসতে পারে তা নিয়ে কথা বলেছি। ভোটাররা ভোটকেন্দ্র না আসলে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হয়। 

 [৩] দলীয় সূত্র জানায়,বিশেষ করে  রংপুরে  ভোটার উপস্থিত বাড়াতে জোর দেওয়া হয়েছে।  কারণ রংপুরে লাঙ্গলের ভোটব্যাংক রয়েছে। এই ভোটারদের যেকোনো মূল্যে ভোটকেন্দ্রে উপস্থিত করতে হবে। 

[৪] দলীয় সূত্র আরও জানায়,বিএনপিসহ কিছু দল অংশ না নেওয়ায় উৎসবমুখর পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয় তার জন্য জাতীয় পার্টিকে বাড়তি দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বৈঠকে এ নিয়ে কথা হয়েছে ।

 [৬] জাপার কো- চেয়ারম্যান ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুূদ বলেন, বিদেশিরা মনে হয় না এই নির্বাচনের জন্য হুমকিস্বরূপ। তারা ইতিমধ্যে চুপ মেরে গেছেন। দৌড়ঝাঁপ কমে গেছে। ক্ষমতাসীনদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। বৈঠক প্রয়োজনে আরও হবে। বৈঠক নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলা দুই পক্ষ থেকেই বারণ আছে। দলের মহাসচিব যা বললেন তাই দলের কথা। ভোটের পরিবেশ ভালো না হলে ভোটার উপস্থিতি বাড়বে না। ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব সকল প্রার্থীর বলে আমি মনে করি। সম্পাদনা : সমর চক্রবর্তী